October 9, 2024, 10:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে মসজিদে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করা হযেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ছহির উদ্দীন, ৬৫।
ছহির সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি সাহেবনগর মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দেখভালের কাজ করতেন। একইসঙ্গে মাদরাসার মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের মাদরাসা ও কবরস্থানের পাশে মুখোশধারী দুইজন তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যাকান্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে এখনও কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান প্রতিদিনের মতো সকালেও গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এ সময় মুখে কালো মুখোশপরা দু’জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে স্থান ত্যাগ করে। বিষয়টি জানার পর গ্রামবাসী দুর্বৃত্তদের খুঁজতে থাকে কিন্তু কোনো হদিস করতে পারেনি।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ওসি জানান বৃদ্ধের মাথা, বুক, পিঠ, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ সর্ম্পকে তিনি তদন্ত সাপেক্ষে বলতে হবে বলে জানান।
Leave a Reply