October 9, 2024, 9:58 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
“আমার শিক্ষার্থী আমার সন্তান” এরকম একটি আবেদন নিয়ে একজন প্রধান শিক্ষক ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে। চলমান করোনাভাইরাস এর কারনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অনেকটাই স্থবির। শিক্ষক এবং অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা কিভাবে তাদের পরবর্তী ধাপে উন্নীত হবে বিষয়টি যখন নানা ভাবনা চিন্তা চলছে তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহিম খান এর দিকনির্দেশনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় করছেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরিফুজ্জামান অন্যান্য শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবক ও শিক্ষার্থীদের রিডিং রুমে শিক্ষা কার্যক্রম এবং অনলাইন শিক্ষা কিভাবে যোগ দিতে পারবে এবং কিভাবে অনলাইন শিক্ষা গ্রহণ করবে বিভিন্ন কলাকৌশল তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে আসেন।
নিঃসন্দেহে শিক্ষার্থীদের করোনাকালীন সময়ে এই কারিগরি শিক্ষা পেতে শিক্ষকদের নিজ বাড়িতে পেয়ে তারা অনেক উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন অভিভাবকগণ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধুবাদ জানিয়েছেন এই ব্যতিক্রমী উদ্যোগ কে। অপরদিকে সরকারের শিক্ষাবৃত্তি কার্যক্রমের যাচাই-বাছাই কল্পে শিক্ষার্থীদের বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনা পূর্বক বিষয়ক পরিদর্শনে যাচাই-বাছাই করা হয়।
Leave a Reply