November 12, 2024, 4:26 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিষয়ে বাংলাদেশে প্রথম অধ্যাপক হলেন ড. মুহাম্মদ উমর ফারুক। তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ড. ফারুক একজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অপরাধ বিজ্ঞানী এবং ভিক্টিমোলজিস্ট। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৩২টি প্রবন্ধ প্রকাশনা এবং ১টি বই রয়েছে। এছাড়াও তিনি অসংখ্য গবেষণা সম্পাদন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন।
ড. ফারুক ঢাকা বিশ্বিবদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর অধীন ভিক্টিমোলজি এন্ড রেস্টোরেটিভ জাস্টিস মাস্টার্স প্রোগ্রাম এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা এর রিসোর্স ফ্যাকাল্টি।
তাছাড়াও তিনি এশিয়ান সোসাইটি অব ভিক্টিমোলজি’র সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজি এন্ড ভিক্টিমোলজি’র সভাপতি। সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজির এবং অনারারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সেন্টার ফর ক্রাইম এন্ড ভিকটিম স্টাডিজে। একই সাথে তিনি ওয়ার্ল্ড সোসাইটি অব ভিক্টিমোলজি এবং সাউথ এশিয়ান সোসাইটি অব ক্রিমিনোলজি এন্ড ভিক্টিমোলজি’র আজীবন সদস্য।
উমর ফারুক ইতোমধ্যে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল বিশ^বিদ্যালয় (ওয়ার্ল্ড র্যাংকিং ইউনিভার্সিটি) থেকে অধ্যাপক ড. জার্ড ফারডিন্যান্ড কিরশপ (জার্মানি) এবং অধ্যাপক ড. সানজিভ পি. সাহনি (ভারত) এর তত্ত্বাবধায়নে “Criminal Justice System Status Qua and Recommendation for Domestic Violence Victims in Bangladesh” বিষয়ে পিএইচডি গবেষণা সম্পাদন করেছেন। তার এই পিএইচডি গবেষণাটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় এই বিষয়ের উপর প্রথম গবেষণা।
প্রফেসর উমর ফারুক তাঁর গবেষণালব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভিকটিম ভিত্তিক ক্রিমিনাল ল’ এবং ক্রিমিনাল জাস্টিসের রিফর্ম এর উপর কাজ করার মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব করতে আগ্রহী।
Leave a Reply