October 2, 2023, 3:21 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের কোন ছাড় নেই। তাদের বিচার হবে। বাংলার মাটি খুনীদের নয়। কোন খুনী এ মাটিতে স্থান পাবে না।
ভয়াল ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় শুক্রবার (আগস্ট ২১) তারা এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জাহিদ হোসেন জাফর, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, খন্দকার ইকবাল মাহমুদ, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা নাসির উদ্দিন আহমেদ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শরীফ উদ্দিন রিমন, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। সভা পরিচালনা করেন এড. হাসানুল আসকার হাসু।
বক্তারা আরো বলেন, ৭৫’র খুনীরা ও তাদের জীবিত দোসররা ২১ আগস্টের হামলার পেছনে। তাদেরকেও বিচারের মুখোমুখী করা হবে। শাস্তি হবে।
Leave a Reply