October 5, 2024, 8:36 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডিঙি নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই এলাকার রসুল মণ্ডলের স্ত্রী সেলিনা খাতুন (৩০) ও বড় ছেলে সিয়াম (১১)। এ ঘটনায় নৌকায় থাকা রসুল মণ্ডল (৬২) ও ছোট ছেলে সাগর (৯) প্রাণে বেঁচে যান।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, ছোট ডিঙি নৌকায় চড়ে চারজন পদ্মার চরের তালতলা ঘাট থেকে সোনাতলা সাহেবনগর এলাকা যাওয়ার সময় সাহেবনগরের তীব্র স্রোতে ডিঙি নৌকাটি ডুবে যায়। এসময় রসুল মণ্ডল তার ছোট ছেলে সাগরকে নিয়ে সাঁতরিয়ে তীরে উঠলেও পানিতে ডুবে মারা যান সেলিনা খাতুন ও তার বড় ছেলে সিয়াম। পরে স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, দুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।
মৃত তামান্না আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
Leave a Reply