September 23, 2023, 7:48 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া পুলিশ মেহেরপুর সীমান্ত থেকে আসা ফেন্সিডিলের একটি বড় চালান আটকে দিয়েছে। চালানে ছিল ৫০০ বোতল ফেন্সিডিল। এ সময় আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিসাকুন্ডি পুলিশ বক্সের সামনে থেকে এই ফেন্সিডিল চালানটি আটক করা হয়।
আটক দ্ুই মাদক ব্যবসায়ী হলো মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে সাইদ আলী (২২) ও একই গ্রামের তানসেনের ছেলে রজব আলী (২৪)।
খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই খোরশেদ আলম জানান, মঙ্গলবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী থেকে অভিনব কায়দায় মাদকের বড় চালান কুষ্টিয়া আসছে। পুলিশ গাংনী থেকে আসা কুষ্টিয়া গামী পাটকাঠি বোঝায় একটি নছিমনে অভিযান চালায়। নসিমনের মধ্যে পাটখড়ির মধ্যে ৫০০ বোতল ফেন্সিডিল বিশেষ কায়দায় লুকানো ছিল।
Leave a Reply