October 12, 2024, 8:29 am
আব্দুল আলীম, ভেড়ামারা/
কুষ্টিয়ায় একটি গাজার বাগান আবিস্কার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর পাশে রেলওয়ের একটি পতিত ৩ কাঠা জমি। বেশ ছিমছাম করে চাষ করা হচ্ছিল এ গাঁজা। ২৩ জুলাই সকালে অভিযান চালায় জেলা মাদক দ্রব্য অধিদপ্তর। সেখানে মোট ৫৫ টি গাজার পরিপক্ক গাছ পওয়া যায়। গাছগুলোর বয়স আনুমানিক ৮ মাস। এ সময় আটক করা হয় একজনকে।
আটক ব্যক্তির নাম রাকিব, ১৮। তার বাড়ি ভেড়ামারা উপজেলা শহরের ষোলদাগ এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার জানান, গোপন সংবাদের সেখানে অভিযান চালানো হয়। তিনি জানান এখানে অনেক আগে থেকেই গাঁজা চাষ চলছিল।
অধিদপ্তরের একটি সুত্র জানায়, কুষ্টিয়ায় গাঁজার কদর রয়েছে। সেজন্য এ এলাকায় গাঁজার আবাদও হয়।
তবে আটক ব্যক্তি নিছক পাহাড়াদার বলে তিনি জানান। এর পেছনে আরো লোক রয়েছে। আটক রাকিবকে উদ্বৃত করে শিরিন আক্তার জানান এখানে বিগত বছরেও একইভাবে গাঁজার চাষ করা হয়েছিল।
তিনি বলেন পুলিশকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফও যান ঘটনাস্থলে। তিনি জানান সর্বমোট ৫৫ টি গাঁজার গাছ সেখানে পাওয়া যায়। এগুলো ধবংস করা হযেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল বলেন বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। কারা আরো এর সাথে জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply