October 15, 2024, 10:05 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে চুয়াডাঙ্গায় নতুন করে করোনাক্রান্ত হযেছে ৩১।
মেহেরপুর শহরের বামন পাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ইউসুফ আলী (৬৫) মারা গেছে। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোরে তার মৃত্যু হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, ১৭ জুলাই কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন ইউসুফ আলী। তার বাড়ি লকডাউন করে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ জন। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হওয়ার আগে ৫ জনের মৃত্যু হয়। এছাড়া হামিদুল ইসলাম নামের একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় তার মৃত্যু সংখ্যা গণনা করা হচ্ছে ঢাকায়। ফলে মেহেরপুর জেলায় মৃত্যুর সংখ্যা ৭। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৩।
অন্যদিকে চুয়াডাঙ্গায় নতুন করে এক চিকিৎসকসহ ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন ও মারা গেছেন ৫ জন।
সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৮ জনসহ সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ৫ জন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও জেলা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতিও রয়েছেন।
বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন এবং ১৩৮ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯৬ জন।
Leave a Reply