October 10, 2024, 1:08 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ১০ জুলাই আরো ৪০ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৬ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৯১৯। এটি খুরনা বিভাগের ১০ জেলার মধ্যে দ্বিতীয়। প্রথমে রয়েছে খুলনার অবস্থান। কুষ্টিয়া জেলার এ পর্যন্ত ১১০৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ জুলাই মোট ২৪৫ টি নমুনার (কুষ্টিয়া ১০২, চুয়াডাঙ্গা ৫২, ঝিনাইদহ ৩৬, মেহেরপুর ১৮, নড়াইল ৩৭) পরীক্ষা হয়। কুষ্টিয়ার ১০২ জনের মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৮ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালি উপজেলার ৩ জন, খোকসা উপজেলায় ১ জন ও মিরপুর উপজেলায় ৩ জন মোট ৪০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
অন্য জেলাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৪ জন, ঝিনাইদহ জেলায় ১১ জন, মেহেরপুর জেলায় ১ জন ও নড়াইল জেলায় ১২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া নড়াইল জেলার ১ জন, মেহেরপুর জেলার ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৮ জনের মধ্যে হাউজিং বি বøক ১ জন, আদর্শপাড়া ১ জন, লাহিনী বটতলা ১জন, দহকুলা ১ জন, আমলাপাড়া ৩ জন, মজমপুর ১ জন, মিলপাড়া ১ জন, এবি ব্যাংক ১ জন, ঢাকা ঝালুপাড়া ১ জন, কবুরহাট ১ জন, কালিশংকরপুর ৩ জন, কমলাপুর ১ জন, কুমারগাড়া ২ জন, জগতি ২ জন, চৌড়হাস ২ জন, উত্তর আমলাপাড়া ১ জন, পূর্ব আইলচারা ১ জন, এনএস রোড ৩ জন, আলি ইমাম লেন ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে আল্লারদরগা ২ জন, তারাগুনিয়া ১ জন, মাস্টারপাড়া ১ জন, দক্ষিণপাড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের বাড়ি মিরজানগর, খুসাবাড়িয়া ও বালিয়াশিশা। খোকসা উপজেলার আক্রান্ত ১ জনের বাড়ি ওসমানপুর।
কুমারখালি উপজেলার আক্রান্ত ৩ জনের বাড়ি চরবানিয়াপাড়া, মধুপুর ও গবরা।
Leave a Reply