November 12, 2024, 6:41 pm
এম. আর পলল/
কুষ্টিয়ার আইনজীবীদের জন্য ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেয়া হবে। এটা দেশব্যাপী শুরু হতে যাওয়া প্রশিক্ষণের অংশ।
আগামী ৯ আগষ্ট ২ টি সেশনে সকাল ৯ টা ও দুপুর ২ টায় কুষ্টিয়ার সাধারণ আইনজীবীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং ১১ তারিখে সকাল ৯ টায় ডিএলএসি আইনজীবীদের এবং দুপুর ২ টায় পিপি/জিপিদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তত্তা¦বধানে জিআইজেড এর কারিগরি সহায়তায় আগামী ১২ই জুলাই থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে “ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারের দক্ষতা উন্নয়ন ” বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচি।
সরকার গত ৯ মে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশ জারির পরের দিনই ভার্চুয়াল আদালত গঠন করা হয় এবং গত ১১ মে থেকে সীমিত পরিসরে বিচার কার্যক্রম চালু করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১১ মে থেকে গত ২ জুলাই পর্যন্ত ৩৫ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালতের বিচারকরা ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৯৫ হাজার ৫২৩টি জামিন আবেদন নিষ্পত্তি করেছেন এবং একই সময়ে ৪৯ হাজার ৭৬২ জন আসামির জামিন মঞ্জুর করেছেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ বদলিয়ে বিকল্প হিসেবে কাজ করার জন্য নয়। সংবিধান, সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি), সিপিসি (দেওয়ানি কার্যবিধি) এবং সাক্ষ্য আইন অনুযায়ী আদালতের কাজ স্বাভাবিক পরিস্থিতিতে যে প্রচলিত পদ্ধতিতে পরিচালনা করা হয়, সেটাই বলবৎ থাকবে। শুধু অস্বাভাবিক বা বিশেষ কোনও পরিস্থিতির জন্য ভার্চুয়াল কোর্ট প্রথা অবলম্বন করা হবে। ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশটি স্থায়ী আইনে পরিণত হলেও সেটার ব্যবহার হবে বিশেষ পরিস্থিতিতে।
Leave a Reply