October 15, 2024, 9:58 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় ঘটনাস্থল থেকে দু কিমি দুরে লাশ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। এরা হলো ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জলিল মিস্ত্রির ছেলে শরিফুল এবং একই এলাকা থেকে রঞ্জিত আলীর ছেলে জুবায়ের।
এ ঘটনায় একই এলাকার হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫) এখনও নিখোঁজ রয়েছে।এরা সবাই পেশায় দিনমজুর।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরী দলের কাজ অব্যাহত রয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সাইফুজ্জামান।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান,এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবরী দল এখনও উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে।
১৩ জন দিনমজুর জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে কুমারখালীর ঘোষপুর এসে দুইটি ডোঙা নৌকায় পদ্মা নদী পাড় হয়ে উলু ঘাস কাঁটাতে চরে যাচ্ছিলেন। একটি নৌকায় ছিল নয় জন ও অপর নৌকায় চার জন।নদীর কুল থেকে একটু দুরে পানির প্রবল স্রোতে প্রথমে ৯ জনবাহী ডিঙিটি ডুবে যায়। পরে অন্যটিতে সবাই উঠার চেষ্টা করতে সেটিও ডুবে যায়। এদের মধ্যে ৯ জন সাঁতরে পাড়ে আসতে সক্ষম হন।
Leave a Reply