February 9, 2025, 7:44 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ৭ জুলাই আরো ২৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে করোনায় আক্রান্ত ৮০০ ছাড়িয়ে গেল। জেলায় মোট মৃত্যুর পরিমাণ দাঁড়িয়েছে ১৩।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭ জুলাই মোট ২৫০ টি নমুনার (কুষ্টিয়া ১০১, চুয়াডাঙ্গা ৪৯, ঝিনাইদহ ৩৯, মেহেরপুর ১৪, নড়াইল ৪৭) পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় শনাক্ত হয় ২৮। যার মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৮ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, খোকসা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ২৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলায় ১১ জন, মেহেরপুর জেলায় ১ জন, ঝিনাইদহ জেলায় ১৩ জন ও নড়াইল জেলায় ১৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলার ২ জন, চুয়াডাঙ্গা জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জনসহ মোট ৪ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ৩ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, কোর্টপাড়া ২ জন, উদিবাড়িয়া ১ জন, কেজেএইচ ২ জন, থানাপাড়া ২ জন, পিয়ারাতলা ১ জন, পুলিশ লাইন ১ জন, কাস্টমস মোড় ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে কুন্ডুপাড়া ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন, খয়েরচারা ১ জন, উত্তর কয়া ১ জন, বানিয়াপাড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, সারকান্দি ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি আমবাড়িয়া।
এদিকে কুষ্টিয়ায় আরো এক নারীর মৃত্যু ঘটেছে। তার বাড়ি শহরের চৌড়হাস এলাকায়।
Leave a Reply