October 9, 2024, 9:49 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সানদিয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম বিল্লাহ শেখ, পিতা- মোফাজ্জেল । এ ঘটনায় আহত হয়েছে শতাধিক।
সোমবার ১০ টা দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামিউল আলম সুমন ও একই এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মামুন শেখ এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের রাজনীতির কারনে বিরোধে লিপ্ত ছিল। সকালে সান্দিয়ারা বাজারে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় বিল্লাহ শেখ প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থালেই নিহত হয়। বিল্লাহ মামুন শেখের লোক বলে জানা গেছে।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে সাতজন কুমারখালী উপজেলা হেলথ ভবনে ভর্তি আছে। আহত
অন্যরা ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
Leave a Reply