September 11, 2024, 1:58 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সরকার কারিগরি শিক্ষায় ভর্তিতে বয়সসীমা রাখতে চায় না। কারিগরি শিক্ষায় ভর্তির হার বাড়ানোর লক্ষ্যে এবং বিদেশফেরত দক্ষ কর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য এসব ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে কোনো রকমের বয়সের সীমাবদ্ধতা রাখা হবে না। এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
তিনি বলেন অনেক ব্যক্তির হয়তো প্রয়োজনীয় কারিগরি দক্ষতা আছে কিন্তু তার প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেট না থাকার কারণে তিনি ভালো চাকরি পাচ্ছে না অথবা চাকরি পেলেও ভালো বেতন পাচ্ছে না। সেক্ষেত্রে তিনি যদি চান ও যদি তার প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকে তাহলে ওই ব্যক্তি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে।
শিক্ষামন্ত্রী বলেন বর্তমান সরকার চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ৪১ বাস্তবায়নে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
বুধবার (০১ জুলাই) তিনি কারিগরি শিক্ষার উন্নয়ন সংক্রান্ত ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। একই সভায় তিনি ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫ থেকে কমিয়ে ২.৫, মেয়েদের ক্ষেত্রে জিপিএ ৩ থেকে কমিয়ে ২.২৫ করার সিদ্ধান্ত দেন। পাশাপাশি ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি ১ হাজার ৮২৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৯০ টাকা করার বিষয়ে সিদ্ধান্ত দেন।
Leave a Reply