October 5, 2024, 9:28 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
রেড জোন হিসেবে চিহ্নিত করা চুয়াডাঙ্গার বেশকিছু এলাকায় চলছে লকডাউন। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে জীবননগর পৌরসভার ৪টি ও দর্শনা পৌরসভার ৩ টি ওয়ার্ডসহ আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করে প্রশাসন। ঐ এলাকায় সরকারি সাধারন ছুটি ঘোষনা করা হলেও লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হচ্ছে সাধারন মানুষ।মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেল থেকে দর্শনা পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্ণিত করে লকডাউন করার নির্দেশ দেয় জেলা প্রশাসন।পরে জেলার স্বাস্থ্যবিভাগের অনুরোধে গেল মঙ্গলবার বিকেল ৫টা থেকে দর্শনার ২নং ওয়ার্ড, জীবননগর পৌরসভার ২, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের আংশিক ও আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামকে নতুন করে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করে প্রশাসন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, রেডজোন হিসেবে চিহ্নিত করা এলাকায় সাধারণ ছুটি ঘোষণার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তথ্য প্রেরণ করা হয়েছে।
Leave a Reply