October 5, 2024, 9:33 am
এম. আর. পলল/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় সর্বমোট ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৩ জুন কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তখ্য এটি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৪৩৪।
২৩ জুন কুষ্টিয়ার মোট ১৯৩ নমুনার ফলাফল পাওা যায়। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, ভেড়ামারা উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ৫ জন ও খোকসা উপজেলায় ১জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে আমলাপাড়া ১ জন, জেনারেল হসপিটাল ২ জন, চামড়াপট্টি মসজিদ ১ জন, চৌড়হাস ১ জন, কলেজ মোড় ২ জন, জোর্য়াদ্দার লেন ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, আইলচারা ১ জন, জুগিয়া ১ জন, পূর্ব মজমপুর ১ জন, ইসলামি ব্যাংক ১ জন, শাপলা চত্তর ২ জন, লাহিনী বটতলা ২ জন, কাঞ্চনপুর ১ জন, মজমপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে সারিয়কান্দি ২ জন, কুন্দপুর ২ জন, এলংগী ১ জন। ভেড়ামারা উপজেলায় প্রফেসর পাড়া ১ জন, নওদাপাড়া ১ জন, কলেজ পাড়া ১ জন, গোলাপনগর ১ জন, চর দামুকদিয়া ১ জন, কাচারিপাড়া ১ জন, জগসর ১ জন। দৌলতপুর উপজেলায় ওয়াল্টন প্লাজার ২ জন। মিরপুর উপজেলায় সোনালি ব্যাংক ২ জন, বহলবাড়িয়া ১ জন, লক্ষিধরদিয়া ১ জন, মিরপুর থানা ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খোকসা থানাপাড়া।
এছাড়া এবই ল্যাবে মেহেরপরের ২৫, চুয়াডাঙ্গার ২০, মাগুরার ১৭, ঝিনাইদহের ১ জনের নমুনা পরীক্ষা হয়। এতে মাগুরা জেলায় ৭ জন, মেহেরপুর জেলায় ৩ জন ও চুয়াডাঙ্গা জেলায় ৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া খোকসা উপজেলায় ১টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
Leave a Reply