October 15, 2024, 10:10 am
সাদিক হাসান রোহিদ/
কুষ্টিয়ার ান্যতম সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াসের তিন বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষ্যে স্বপ্ন প্রয়াস সংগঠনটি কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে খাদ্য বিতরণ করেছে। শহরের কোটপাড়া রেলস্টেশন, বড়বাজার রেলস্টেশন, চর থানাপাড়া ও আমলাপাড়া এলাকায় পথশিশু ও বৃদ্ধদের মাঝে খাদ্য বিতরণ করে সংগঠনের কর্মীরা।
এই সময় স্বপ্ন প্রয়াসের সদস্যরা ৪টি টীম তৈরি করে। প্রথম টীমে ছিলেন সংগঠনটির সভাপতি সাদিক হাসান রহিদ, সহ-সভাপতি ফারসা নাহার নৌশি, সদস্য মোঃ উজ্জ্বল ও রুপা।
২য় টীমে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, প্রতিষ্ঠিতা সদস্য তুষার ইমরান, সদস্য রবিউল ইসলাম রাহুল ও ইমন
৩য় টীমে ছিলেন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ চমক, সদস্য ওমর, রিয়াদ,রাব্বি।
৪র্থ টীমে ছিলেন মোঃ রবিন, রাহুল, শোভন,জুবায়ের।
সংগঠনটির প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক ড. আমানুর আমার বলেন স্বপ্ন প্রয়াস একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন, কর্মীরা নিজেদের জমানো অর্থ দিয়ে শুরু থেকেই সামাজিক কর্মকান্ড গুলো চালিয়ে আসছে। তিনি আশা করেন স্বপ্ন প্রয়াস সামনে আরো ভালো ভালো কাজ করবে।
Leave a Reply