October 10, 2024, 6:27 am
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
‘ট্রাভেলটক’ এর ‘ক্যামেরার ভ্রমণপাখি’ অনুষ্ঠানে গাইবেন প্রখ্যাত সঙ্গীত তারকা এসআই টুটুল। অনুষ্ঠানটির প্রয়োজনায় বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য।
সাংবাদিক-ভ্রমণলেখক মাহমুদ হাফিজ পরিচালিত অনুষ্ঠানে ভ্রমণ, ফুল-পাখি-নদী, নিগর্সপ্রেম, জীববৈচিত্র্য, ভ্রমণের পরিবেশ সংরক্ষণ ও ভ্রমণের আলোকচিত্র নিয়ে কথা বলবেন সাবেক সরকারি কমর্র্কতা ও বার্ডস ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট জালাল আহমেদ, বিশ্বপরিব্রাজক নিসর্গপ্রেমি ও পাখিগবেষক তারেক অণু, নিসর্গপ্রেমী ও পাখি ফটোগ্রাফার এসআই সোহেল, জীববৈচিত্র্য গবেষক, লেখক-সাংবাদিক, আইইউসিএন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সীমান্ত দীপু প্রমুখ।
উল্লেখ্য, পাখি, প্রকৃতি, নিসর্গ নিয়ে সঙ্গীত তারকা এসআই টুটুলের সৃষ্টি কয়েকটি জনপ্রিয় গান রয়েছে।
Leave a Reply