October 9, 2024, 11:13 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বুধবার (১০ জুন) কুষ্টিয়ায় ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট করোনা রোগী দাঁড়ালো ১৭৯তে।
কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন পৌর াকউন্সিলর রয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান পিসিআর ল্যাবে বুধবার কুষ্টিয়ার ২০১টি নমুনা পরীক্ষা করা হয়। এর ,মধ্যে ২৬টি পজিটিভ হয়।
আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১১ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন, দৌলতপুরে ৩ জন ও কুমারখালী উপজেলায় ৩ জন রয়েছে।
কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে শহরের কালিসংকরপুরে ২ জন, বাড়াদিতে ৩ জন, উকিলপাড়া, এ.কে. মুখার্জী রোড, নরেশ লেন, কুমারগাড়া, বড়বাজার এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের বাড়ি লাহিনীপাড়ায় ও ২ জন শিলাইদহের। ভেড়ামারা উপজেলায় আক্রাšন্ত ৯ জনের বসবাস উপজেলার দক্ষিণ রেলগেট, উপজেলা অফিস, নওদাপাড়া,বারোমাইল, চাঁদগ্রাম, ১৬ দাগ ও হিরিমদিয়ায়।
দৌলতপুর উপজেলায় আক্রান্তরা ফিলিপনগর, হোগলবাড়িয়া ও সোনালী ব্যাংকে কর্মরত।
এদিকে একই ল্যাবে চুয়াডাঙ্গা ৯২, মেহেরপুর ৩৫ ও ঝিনাইদহের ৩৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
Leave a Reply