October 9, 2024, 8:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে দুই ভাই হত্যা মামলার আসামী ভুট্টোকে (৪০) আটক করেছে র্যাব।
গ্রেফকার ভুট্টো দুই ভাই হত্যা মামলাসহ প্রায় অর্ধডজন মামলার আসামী। এ হত্যা মামলায় ৪ নং আসামি ভুট্টো।
সোমবার(৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর মসজিদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়ার একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
জানা গেছে,গত ৩১ মার্চ কুমারখালীর পাহাড়পুর ঈদগা মাঠে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে উভয় গ্রুপের মধ্যে সালিশ বৈঠক হয়।
পরে সালিশ থেকে বাধবাজারে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সমর্থিত লোকজন চাপড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বর ফিরোজুর রহমান কটার অফিসের সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পাহাড়পুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী(৫৫) ও গোকুল আলী(৪৫) বাগবাজার থেকে বাজার করে দুই ভাই বাড়ি যাওয়ার পথে পাহাড়পুর গ্রামের বানু মন্ডল এর বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পাহাড়পুর গ্রামের ভুট্টো, তরুন, শিশির, শাহজাহানসহ ১০/১২ জন তাদের কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের হয়েছিলো।
Leave a Reply