November 12, 2024, 5:43 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় কুষ্টিয়া ও মেহেরপুরে এবছরও লিচুর ফলন ভাল হয়েছে। এর মধ্যে মেহেরপুর জেলার লিচু চাষে দেশজুড়ে প্রসিদ্ধ। স্থানীয় চাহিদা মিটিয়ে এই লিচু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। এবছর করোনা পরিস্থিতির কারনে এ পর্যায়ে বাজার নিয়ে দুঃচিন্তা কিছুটা তৈরি হলেও ইতোমধ্যে ভাল দাম পাচ্ছেন বাগান মালিক, ব্যাপারীরা ও খুচরা বিক্রেতারা।
খুচরা বাজারেও লিচুর ভাল সরবরাহ রয়েছে। দামও বিগত বছরের তুলনায় কম। লিচু ক্রয় করতে পারছেন প্রায় সব শ্রেণীর মানুষ।
দুটি জেলাতেই এ বছর দেশী, বোম্বাই, মোজাফফর ও চায়না থ্রি জাতের লিচু লিচুর চাষ হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় এ বছর ২৮৩ হেক্টর জমিতে এবং মেহেরপুরে ৫৯৭ হেক্টর জমিতে। লিচুর চাষ হয়েছে।
ইতোমধ্যে দেশী লিচু বেচাকেনা শেষ হয়েছে। বাগান মালিক, ক্রেতা, ব্যাপারীরা এখন বোম্বাই লিচু লিচু ভাঙ্গতে শুরু করেছেন। দুটি জেলার বাগান মালিকরাই জানিয়েছেন পাবনার লিচু বাজারে আসার আগেই তাদের লিচু ক্রয়-ব্রিকয় শেষ করতে হবে। তাই লিচু ভাঙ্গা ও বেচাকেনা চলছে পুরোদমে।
কৃষি কর্মকর্তা ও চাষীরা জানিয়েছেন, আবহাওয়া ভালো থাকায় এবং জেলা দুটি প্রায় সব ধরনের প্রাকৃতিক দূর্যোগের বাইরে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আক্তারুজামান জানান ধান-পাটে লোকসান হওয়ায় অনেকে এখন ফলের বাগান করার দিকে নজর দিয়েছেন। এক্ষেত্রে তারা লিচুকে বেছে নিয়েছেন কারন এটির চাষ যেমন সহজ তেমনি লাভজনক। যার কারনে কুষ্টিয়া ও মেহেরপুরে প্রতি বছরই এ ফলের বাগান বাড়ছে। এতে চাষীরা লাভবান হওয়ার পাশাপাশি বাজারে লিচুর সরবরাহ বেড়েছে।
এই কর্মকর্তা জানান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মেহেরপুরের লিচুর বাজার রয়েছে। তবে বেশীরভাগ ক্ষেত্রে এই কুষ্টিয়া ও মেহেরপুরের লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে থাকে। এই সময়টিতে স্থানীয় পর্যায়ে লিচুর যথেষ্ট সরবরাহ থাকায় সাধারন ক্রেতারা মধু মাসের এই ফল সহজেই ক্রয় করতে পেরে থাকেন।
মাস ধরেই বাজারে সাধারণ লিচু (বীজ থেকে জন্ম নেয়া গাছ থেকে সংগৃহীত) বিক্রি শুরু হয়। আর কলমের মাধ্যমে জন্ম নেয়া গাছের লিচু বিশেষ করে বোম্বাই, মোজাফফর ও চায়না থ্রি জাত বাজারে এসেছে দুই সপ্তাহ আগে। এবার বাজারে প্রতি পণ (৮০টি) লিচু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকায়। গত বছর একই পরিমাণ লিচু প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছিল। এ কারণে ওই সময় নিম্নবিত্তের মানুষ লিচু কিনতে পারেনি। তবে এবার দাম কম থাকায় সবাই লিচু কিনতে পারছে।
ওয়াসিম নামের এক ক্রেতা কুষ্টিয়া পৌর মার্কেট থেকে লিচু কিনলেন। তিনি জানান লিচুর দাম প্রতি বছর একটু বেশি থাকলেও এবার সাধ্যের মধ্যে। কয়েক বছরের মধ্যে এবারই প্রথম এত কম দামে বাজারে লিচু পাওয়া যাচ্ছে। সব শ্রেণী-পেশার মানুষ এবার লিচু কিনতে পারছে।
Leave a Reply