October 12, 2024, 9:05 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনায় আরো ৯ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ০২ জুন ১৮৭ টি স্যাম্পলের টেস্ট হয়।
এর মধ্যে কুষ্টিয়ার ছিল ১২১, চুয়াডাঙ্গার ৩৭ ও মেহেরপুর ২৯।
এর মধ্যে কুষ্টিয়ায় ৯ জনের পজিটিভ পাওয়া যায়।
যার মধ্যে সদর উপজেলায় ২ জন, কুমারখালী উপজেলায় ২ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা উপজেলায় ১ জন।
এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
মেহেরপুর জেলায় কোন করোনা রোগী সনাক্ত হয়নি অর্থাৎ বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
এদিজে জেলা প্রশাসন থেকে করোনা সর্তক অব্যাহত আছে।
কুষ্টিয়া জেলা প্রশানক আসলাম হোসেন রাতে দৈনিক কুষ্টিয়াকে বলেন মানুষের প্রয়োজনে ঘরের বাইরে আসতেই হবে। তবে তা যেন হয় সবোর্চ্চ সর্তকতায়।
তিনি সবাইকে করোনা প্রতিরোধের সকল নিয়ম কানুনগুলো মেনে সকল কাজকর্ম পরিচালনার আহবান জানান।
Leave a Reply