September 11, 2024, 3:01 am
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন। এ নিয়ে ৬৭২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮১জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান হঢ।
দেশে ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনা থেকে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি।
২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ৩ লাখ ৭৪ হাজার ১৫৮ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৭৮ হাজার ৬০৬ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ২৮ লাখ ৫২ হাজার ৭৬১ জন।
Leave a Reply