October 15, 2024, 10:19 am
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯০ হাজার ছোঁয়ার অপেক্ষায়। আর ৩১ হাজার ৯৬৭ জন নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সুত্র, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গতকালের হিসাবের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৭ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা ৮৯ হাজার ৯৩২ জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৪ লাখ ৮৬ হাজার ৫১৫ জন।
রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। মারা গেছেন ২ হাজার ৬৩১ জন।
যুক্তরাজ্যে ২ লাখ ৪৪ হাজার ৯৯৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩৪ হাজার ৭১৬ জন।
ব্রাজিলে মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৮০ জন। মারা গেছেন ১৬ হাজার ১১৮ জন।
স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন।
ইতালিতে ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি নতুন এই রোগে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯০৮ জন।
নতুন এই ৯ রোগটিতে গোটা পৃথিবীতে ৪৭ লাখ ১৩ হাজার ২৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু ৩ লাখ ১৫ হাজার ১১৭ জনের। সুস্থ হয়েছেন ১৭ লাখের বেশি মানুষ।
Leave a Reply