October 10, 2024, 6:31 am
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৬’শ হেক্টর জমিতে পাটের বেশি আবাদ হয়েছে।
উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে ৩ হাজার ৭’শ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল এর বিপরীতে আবাদ করেছে ৪ হাজার ৩,৬২ হেক্টর জমিতে।
পাটের ন্যায্য মূল্য পাওয়া, পাট চাষীদের সরকারী প্রণোদনা পাওয়া ও আবহাওয়া অনুকূলে থাকায় চাষীরা এবারও পাট চাষে আগ্রহী হয়।
এদিকে চলতি বৈশাখের পশলা পশলা বৃষ্টিতে পাট চাষিরা এখন ব্যস্ত রয়েছে পাটের পরিচর্যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জানা গেছে মোট আবাদি জমি ৮ হাজার ২’শ হেক্টর জমি। এর অর্ধেকের বেশী জমিতে এবার পাট আবাদ হয়েছে।
উপজেলার ৯টি ইউনিয়নের ২৮ টি ব্লকের কৃষকরা তাদের জমিতে পাট চাষ করেছে।
সবচেয়ে বেশি পাট আবাদ হয়েছে জানিপুর ইউনিয়নে। এখানে চাষ হয়েছে ৮১০ হেক্টর জমিতে। এছাড়াও শিমুলিয়া ইউনিয়নে ৭৬৫ হেক্টর বেতবাড়িয়ায় ৭৩০ হেক্টর, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৫৮০ হেক্টর, শোমসপুরে ৩৭০ হেক্টর, গোপগ্রামে ২৬৭ হেক্টর, আমবাড়িয়ায় ২৪০ হেক্টর, খোকসায় ১৫৫ হেক্টর, খোকসা পৌরসভায় ১৪৫ হেক্টর ও ওসমানপুর ইউনিয়নে ২৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন সরকারি বিশেষ প্রণোদনা ও কৃষকদের প্রশিক্ষণ জ্ঞানে উপজেলার বেশিরভাগ এলাকায় বারি তুসা – ১ জাতের পাট বীজ বপন করা হয়েছে। এ পাটের বীজের ফাইবার গুলো ভালো হয়। পাটকাঠি থেকে ফাইবার বিচ্ছিন্ন সঠিক ভাবে হয়। তাছাড়াও ফলন ওজনে বেশী হয়।
তিনি আশা করেন আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার থেকেও অধিক পরিমাণ পাট উৎপাদন হবে এবং কৃষক লাভবান হবে।
Leave a Reply