September 8, 2024, 3:21 am
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনার আঘাত শেষ পর্যন্ত বিশ্বজুড়ে আলোচিত সাহিত্য উৎসব হে ফেস্টিভ্যালেও। এবার উৎসবটি জমকালো ঘরাণা নিয়ে আসছে না। এর পরিসর যেন ছোট হয়ে যাচ্ছে সেই সাথে কমে যাচ্চে জৌলুসও। আয়োজকরা জানান তারা এবারের উৎসব করতে যাচ্ছেন অনলাইনে। যা এর ৩২ বছরের ইতিহাসে এবারই প্রথম।
যুক্তরাজ্যের জিকিউ ম্যাগাজিন বুধবার এ খবর দিয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলসের সীমান্ত ঘেঁষে ওয়ে ভ্যালিতে এই উৎসব হয়ে আসলেও করোনা প্রাদুর্ভাবের কারণে এবার সেই আয়োজন করা সম্ভব হচ্ছে না।
বিশ্বজুড়ে সাহিত্য প্রেমী ও বইপ্রেমীদের জন্য এটি দুঃসংবাদ হতে পারত যে, এবার হে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে না। তবে তাদের একেবারে হতাশ করে না দিয়ে পুরো আয়োজনটি অনলাইনে সারা হবে।
১৮-৩১ মে অনুষ্ঠিত হবে এবারের হে ফেস্টিভ্যাল। ১০০ জনেরও বেশি লেখক, কমেডিয়ান, সাংবাদিক, রাজনীতিবিদ, রাঁধুনি, অ্যাক্টিভিস্ট, ইতিহাসবিদ এবং দার্শনিকদের সমাবেশ ঘটবে এবারে অনুষ্ঠানে।
Leave a Reply