October 15, 2024, 8:45 am
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//
বাংলাদেশি মাফিয়া লর্ড চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংশু পাইনুলি। তাকে দেখা গেছে বাংলা বলতে। সিনেমায় ব্যবহৃত ভাষা নিয়ে ঢাকায় সমালোচনা হলেও প্রিয়াংশুর ‘সাবলীল অভিনয়ের পাশাপাশি বাঙাল ভাষায় বলা সংলাপ’ প্রশংসা পেয়েছে।
এক্ষেত্রে বাংলা শিখতে তিনি বাংলাদেশের তরুণ পরিচালক রাফায়েলের থেকে তালিম নেন।
ওর মতে “আমার কাছে বাংলা শেখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ছবিতে। ভিডিও কনফারেন্সে ডিকশন ক্লাস নিতাম নিয়মিত,’’ বললেন প্রিয়াংশু।
লকডাউনের ঠিক আগেই ‘রশ্মি রকেট’-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা, যেখানে তাপসী পান্নুর বিপরীতে আর্মি অফিসারের চরিত্র করবেন প্রিয়াংশু। এরপর ‘মির্জাপুর’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে। সম্প্রতি ‘লকডাউন লাভার্স’ নামে একটি ভার্চুয়াল প্লে-তে শামিল হয়েছেন প্রিয়াংশু। আর লকডাউনের বাকি সময় কাটছে বিভিন্ন বাদ্যযন্ত্র শিখে, রান্না ও শর্ট ফিল্মের জন্য গল্প লিখে।
Leave a Reply