November 5, 2024, 7:32 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আমি খেলে আপনারা ও খাবেন। আমার যতটুকু সাধ্য আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে। আমার নেত্রী জননেএী শেখ হাসিনার নির্দেশনায় আমি কাজ করে যাবো।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে থাকা পৌরবাসীদের মাঝে খাদ্যের বিতরণের সময় এভাবেই বলছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত।
মাসব্যাপী খাদ্য সহায়তার কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার নয়টি ওয়ার্ডের চতুর্থ ধাপে ১৭’শ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নিজ অর্থায়নে ঘরবন্দী পৌরবাসীর খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পিঁয়াজ, ১কেজি তেল, ২কেজি আলু, ১কেজি চিনি,১কেজি সেমাই।
রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে বরাবরই শান্ত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। সামাজিক দায়বদ্ধতা ও এলাকার মানুষের কল্যাণে নিজের এ কর্মযজ্ঞ কে তিনি দায়িত্ব কর্তব্যের মধ্যেই বিবেচনা করেন বলে তিনি সাংবাদিকদের জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি। আর মানুষের জন্য নিজেকে যদি কল্যাণকামী না করতে পারি, তবে সে রাজনীতি না করাই ভালো।
শান্ত বলেন আমার বাবা ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেকে মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিতে প্রস্তুত।
উল্লেখ্য এর আগে নিজ অর্থায়নে খোকসা উপজেলা ও পৌরসভায় ৬ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন শান্ত। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা সম্পন্ন হয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে।
Leave a Reply