October 9, 2024, 7:21 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
ইতালিতে এখন কমে আসছে মৃত্যুর সংখ্যা।দৃই মাসের লকডাউনও তুলে নিতে শুরু করেছে দেশটির সরকার।
বিবিসি জানায়, সোমবার সকাল থেকে লকডাউনের বিধি-নিষেধ ধীরে ধীরে তুলে নিতে শুরু করেছে ইটালি সরকার।
সীমিত পরিসরে লকডাউন উঠে যাওয়ায় খুলেছে ব্যবসায়িক কর্মকাণ্ড। ফলে ৪০ লাখেরও বেশি লোক কাজে ফিরেছেন বলে জানা গেছে।
এদিন থেকে নিজ এলাকার আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়ার অনুমতি পাচ্ছেন নাগরিকেরা। তবে অন্য এলাকায় যেতে পারবেন না।
এ ছাড়া হাঁটা ও দৌড়ানোর জন্য পার্কগুলো খুলে দেয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। গণপরিবহণসহ বাইরে সার্বক্ষণিক মাস্ক পরে থাকা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী জোসেপ সতর্ক করে দিয়েছেন এই বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘আমরা করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ সেভাবে না দেখি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৮৮৪ জন।
Leave a Reply