October 9, 2024, 10:50 pm
দৈনিক কৃষ্টিয়া বিনোদন ডেস্ক//
এক সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো। পারিবারিক গল্পের এই নাটকটি আবার প্রচার হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে নকল শুটিং বন্ধ থাকায় নাটকটি আবারও প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিভিতে।
আজ (৪ মে) থেকে এটি দেখানো হবে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় এ চ্যানেলটি। ৩৫ বছর আগে প্রচার হলেও এটি এখনও মানুষ মনে রেখেছেন। এ কারণে করোনাকালে এটি প্রচারের উদ্যোগ নিয়েছে বিটিভি।
এর আগে করোনার পরিস্থিতিতে গত ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ ধারাবাহিক দুটি প্রচার করেছে তারা।
প্রতিদিন রাত সাড়ে ৮ ও ৯টায় এগুলোর প্রচার হচ্ছিল। এগুলো শেষ হলে ‘বহুব্রীহি’র জায়গায় ‘সংশপ্তক’ ও ‘কোথাও কেউ নেই’-এর স্থানে ‘এইসব দিনরাত্রি’ প্রচারের পরিকল্পনা বিটিভির।
নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।
নাটকটিতে অভিনয় করেছেন- বুলবুল আহমেদ (শফিক ), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন) , আসাদুজ্জামান নূর (রফিক) , দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।
Leave a Reply