October 10, 2024, 8:08 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
করোনার কারণে সংকটে পড়েছে এমন সদস্য দেশগুলোর পাশে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। দেশগুলোর জন্য ১,৫০০ লাখ ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
শুক্রবার ফিফা প্রধান গিয়ান্নি ইনফান্তিনো জানান, সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে’ প্রত্যেক সদস্য দেশের ফুটবলের গভর্নিং বডিকে দেওয়া হবে ৫ লাখ ডলার করে। আগামী কয়েকদের মধ্যে ২০১৯ ও ২০২০ সালের ফুটবলের কার্যক্রম পরিচালনার জন্য ২১১টি সদস্য দেশের মধ্যে এই বরাদ্দ বণ্টন করে দেওয়া হবে।
ইনফান্তিনো বলেন, “পুরো ফুটবল কমিউনিটিকে এই সংকট থেকে উদ্ধারে আমরা আর্থিক সহায়তার যে সুদূর প্রসারী পরিকল্পনা নিচ্ছি এই সহায়তা সেটার প্রথম পদক্ষেপ। যেসব দেশ তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে তাদের পাশে দাঁড়ানো ফিফার দায়িত্ব।
এই ফান্ড আসবে ২০১৬ সালে চালু হওয়া ফিফা ‘ফরোয়ার্ড ২.০’ প্রোগ্রাম থেকে। ২০১৯-২০২২ সময়ে এর তহবিল দাঁড়াবে প্রায় পৌনে ২ কোটি ডলার।
Leave a Reply