October 9, 2024, 10:12 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//
বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন ; চলতে পারে ঘন্টা খানেক। এটি সাংবিধানিক বাধ্যবাধকতার অধিবেশন ; বিকেল ৫টায় শুরু হবে। করোনাভাইরাস বিস্তার রোধে নিরাপদ দূরত্ব নিশ্চিতে অধিবেশনের কোরাম পূরণের জন্য উপস্থিত থাকবেন ৬০ জন সাংসদ।
সংবিধান অনুযায়ী, সংসদের সপ্তম অধিবেশন আহব্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার বসার বাধ্যবাধকতা রয়েছে।
সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসাবে শনিবার সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এখন ঢাকায় আছেন এবং বয়সে তরুণ এমন সাংসদদেরই শুধু সংসদে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে। সংসদে প্রবেশের সময় তাদের তাপমাত্রা পরীক্ষা করা হবে।
সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply