October 12, 2024, 8:28 am
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশে মহামারী না আসলেও আমরা শংকিত আছি। প্রধানমন্ত্রী নির্দেশনায় জাতিকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। হানিফ বলেন, অন্য দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছে। তবে বর্তমানে বাংলাদেশ অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আছে। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক প্রদক্ষেপ নিয়েছেন বলেই আমরা এই বিপর্যয়ের বাইরে আছি।
তিনি বলেন কুষ্টিয়া হাসপাতালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, রাজবাড়ীসহ চার পাঁচ জেলার সাধারণ জনগণ চিকিৎসা নিয়ে থাকেন। তাই চিকিৎসকরা মনে করছেন এখানে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবে, বিষয়টি দেখা হবে।
শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ’বর্তমান করোনা পরিস্থিতি’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান, সিভিল সার্জন ও মেডিকেল কলেজের অধ্যক্ষসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply