October 12, 2024, 8:45 am
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনস্বার্থে ঝুকি নিয়ে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। তাদের সার্বক্ষণিক ব্যাবহারের সুবিধার্তে ও ঝুঁকি কমাতে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি একে আজাদ ও সাধারন সম্পাদক এবং সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ক মুহাইমিনুর রহমান পলল ৫০ পিস হ্যান্ড স্যানিটাইজার এবং ২০০ পিস সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন কুষ্টিয়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আজাদের কাছে।
উল্লেখ্য উৎসর্গ ফাউন্ডেশন এর নিজস্ব ল্যাবে ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ১ লক্ষাধিক সার্জিক্যাল মাস্ক তৈরী করা হয় করোনা ভাইরাস মোকাবেলায় এবং বাংলাদেশের সকল জেলায় নিজস্ব স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তা বিতরণ করা হয়।
এ সময় কুষ্টিয়া জেলা পুলিশ লাইনের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজাদ বলেন স্বেচ্ছাসেবকের এসব কর্মকান্ড করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনে সহায়ক হবে, উৎসর্গ ফাউন্ডেশন এর এই মহত্তম উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন। এরপর কুষ্টিয়া সদর ট্রাফিক অফিসের ট্যাঙ্গো ১ সৈয়দ আরাফাত আলীর কাছে আরো বেশ কিছু হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন। একই সময় মজমপুর ট্রাফিক অফিস সংলগন এলাকায় উপস্থিত পথচারীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।
Leave a Reply