October 5, 2024, 10:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে গোসল করতে নেমে আবির (১৮)নামের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে ঘটেছে।এদিকে ডুবরিদের উদ্ধার কাজ অব্যহত রয়েছে।
নিখোঁজ আবির ঝিনাইদহ জেলার কোর্টচাদপুর থানার সাব্দারপুর গ্রামের আহসান হাবিবের পুত্র ও ঝিনাইদহ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী (মানবিক)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ীতে শিক্ষা সফরে এসে শিক্ষকদের কাছে অনুমতি না নিয়ে আবির সহ কয়েকজন পদ্মা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে এসে নিখোঁজ হয়।পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা খুলনা ডুবরি দলকে খবর দেন এবং ডুবরিদের উদ্ধার কাজ অব্যহত রয়েছে।
এবিষয়ে কুমারখালী থানা এস আই শরীফ জানান, বিকালে পদ্মা নদীতে বল নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।তাকে উদ্ধার করতে ডুবরিদের অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply