September 11, 2024, 2:19 am
শৈলকুপা প্রতিনিধি: প্রস্তাবিত মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভূক্ত, মুক্তিযোদ্ধাদের লোন দেয়ার নামে চাঁদাবাজী বন্ধ ও রাজাকারমুক্ত মুক্তিযোদ্ধা তালিকা বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা মানববন্ধন করেছে।
রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ। মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম রইচ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, সাবেক ইউনিট সহকারী কমান্ডার একেএম লুৎফর রহমান।
মানববন্ধন শেষে শত শত মুক্তিযোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply